• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫১ পিএম
মার্কিন প্রতিনিধি পরিষদের
স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি

নিউজ ডেস্ক:  মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি ১৫তম বারের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে মার্কিন ক্যাপিটলে হাউসে এ ভোট হয়।

শনিবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার হতে একজন প্রার্থীর ২১৮ ভোট দরকার। কিন্তু কেভিন ম্যাকার্থিসহ কোনো প্রার্থী এই পরিমাণ ভোট পাচ্ছিলেন না। অবশেষে ১৫তম বারের ভোটাভুটিতে ২১৯ ভোট পেয়ে কেভিন ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন।

কয়েক দিন ধরে ১৪ বার ভোট করেও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে কাউকে নির্বাচন করা যায়নি। কিছু রিপাবলিকান সদস্য ম্যাকার্থিকে ভোট না দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিলেন না ।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তারপরও গত চার দিনে ১৪ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি। এতে করে সরকারে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত ১৫০ বছরে দেশটিতে এমন পরিস্থিতি আর কখনও দেখা দেয়নি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image