
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পালংখালী ক্যাম্পে রোহিঙ্গা মাঝি রশিদ আহমেদকে (৩৬) হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত রশিদ আহমেদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন-শনিবার সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫, ভিকটিম রশিদ আহমদ (ব্লক হেড মাঝি) এর দ্বিতীয় স্ত্রী জেসমিন আরা এর শেড নং-৮৫৮ এর ভিতরে অজ্ঞাতনামা ২/৩ জন দুষ্কৃতকারী সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে ভিকটিম রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।ঘটনাস্থলে থাকা উখিয়া থানার উপ-পরিদর্শক ওলিউর রহমান বলেন, এমএসএফ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি।
ছুরিকাঘাতে ভিকটিমের এর বুকের ডান পাশে, পেটে, তল পেটে, ডান কানের লতিতে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে গিয়ে জখম তৈরি হয়। মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: