• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীলঙ্কায় বড় ব্যবধানে জিতল বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
শ্রীলঙ্কায়
বড় ব্যবধানে জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলছে বাংলাদেশ। এই সিরিজে কাগজে-কলমে 'এ' দল নাম দিলেও জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলছেন । শ্রীলঙ্কা অবশ্য তাদের 'এ' দল নিয়েই খেলছে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকায় তাই দাপটটাও বেশি দেখাচ্ছে বাংলাদেশই। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা 'এ' দলের মুখোমুখি হয়েছে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগ্রেসরা টস হেরে ব্যাট করতে নেমে ১৬৪ রান করে । লঙ্কানরা জবাবে ব্যাটিংয়ে নেমে ৬০ রানে অলআউট হয়।   

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ 'এ' দল। পরের ম্যাচে জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে টাইগ্রেসরা।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো প্রতিযোগিতাই করতে পারেনি লঙ্কান নারীরা। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুইজন। ব্যাটিং ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারেই থামে লঙ্কানদের ইনিংস।
 
ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের বড় জুটি গড়েন সাথি রানি ও সোবাহানা মোস্তারি। ৪০ বলে ৫০ রান করে স্বেচ্ছায় রিটায়ার্ড হার্ট হন সাথি। সোবাহানা করেছেন ৩৯ বলে ৩৯ রান। ২৪ বলে ৩৪ রান করেছেন নিগার সুলতানা। তাতে ১৬৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
 
বাংলাদেশি বোলারদের মধ্যে অধিনায়ক রাবেয়া ছিলেন সবচেয়ে সফল। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image