• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অষ্ট্রগ্রাম ও মিঠামইনে ৫' শ পরিবার পানি বন্দি, এাণ পেয়েছে ৩০ ব্যাগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম
অষ্ট্রগ্রাম ও মিঠামইনে ৫' শ পরিবার পানি বন্দি
মিঠামইনের বন্যা পরিস্থিতি

মিঠামইন, প্রতিনিধি, কিশোরগঞ্জ: সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত ২৪ ঘন্টায় পানি মেঘনা,খোয়াই, কালনি,সুতাং নদী দিয়ে মিঠামইনের খাটখাল, বৈরাটি, অষ্ট্রগ্রামের কদম চাল,সমারচর,খয়েরপুর, কলিমপুর বালি,বাজুখা,কলাগাও,গয়েসপুর,আব্দুল্লাহ পুর নতুন হাটী অন্তত এক ফুট পানির নিচে তলিয়ে গেছে।

গতকাল ২৩ ই জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। অষ্ট্রগ্রামের খয়ের পুর ও কদম চালের অন্তত শতাধিক নতুন বাড়ি প্লাবিত হয়েছে। পানির তোড়ে এসকল বাড়ি ভেঙ্গে তছনছ হয়ে পড়েছে।

শুধু মাএ আবদুল্লাহপুর ইউনিয়নে ৫শত পরিবার নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে। কদম চাল বাজার, খয়ের পুর বাজার, কলিমপুর বাজার মাদ্রাসা,মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সবই পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কিছু কিছু গ্রাম একেবারেই উচ্ছেদ হয়ে পড়েছে। তারা আশ্রয় কেন্দ্রে না উঠে আত্নীয় স্বজনের বাড়িতে ধান, চাল ও গবাদিপশু নিয়ে কষ্টে দিন যাপন করছে। আবদুল্লাহ পুরের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন জানান,বন্যা শুরু হওয়ার পর মাএ একদিন অষ্ট্রগ্রাম উপজেলা চেয়ারম্যান  শহীদুল ইসলাম জেমস ও ভাইস চেয়ারম্যান মানিক দেব সহ নেতাকর্মীরা এসে পরিস্থিতি দেখে যান।

অষ্ট্রগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এ পর্যন্ত ক্ষতি গ্রস্থ এলাকায় আসেননি। অষ্ট্রগ্রাম উপজেলা থেকে সরকারি কর্মকর্তারা আবদুল্লাহ পুর ইউনিয়নে পানি বন্দি পরিবারের জন্য মাএ ৩০ ব্যাগ এাণ নিয়ে আসে। এসকল এাণ উচ্ছেদ হয়ে যাওয়া গয়েস পুরে বিতরণ করা হয়। সামান্য এাণ দেওয়া নিয়ে বান ভাসীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

অন্যদিকে অষ্ট্রগ্রাম সদর সহ কলমা, শরীফ পুর, ইকুরদিয়া, বাঙ্গালপাড়া, আবদুল্লাহ পুর, ভাতশালা, কাস্তুুল, দেওঘর, সাবিহানগর,আদমপুর,পূর্ব অষ্ট্রগ্রাম সাপান্তর, চৌদন্ত ,কাকোরিয়া,হালাল পুর,আলীনগরে ১০ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এসকল পরিবার গত ১ সাপ্তাহে পানি বন্দি হয়েছে বলে স্থানীয় বানভাসীরাও চেয়ারম্যানরা জানান। অষ্ট্রগ্রাম উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের বাজুকা, মুছি পাড়া গ্রামটি উচ্ছেদ হয়ে পড়েছে। এই পাড়ার রজনী রবি দাস,লক্ষী রানী রবি দাস,নন্দলাল রবি দাস বলেন,তাদের ঘর বাড়ি পানিতে ভাসছে। খুব কষ্টে পানির উপর মাচা তৈরি করে বসবাস করছে। এ পর্যন্ত সরকারি কোনো সাহায্য পায়নি। চেয়ারম্যান সাহেব সাহায্য করছেন। আমাদের খোজ কেহই নেয় না,আমরা কি খেয়ে বাচঁবো পরিবার পরিজন নিয়ে একই ইউনিয়নের আবদুল্লাহ পুর গ্রামের মিনারা আক্তার বলেন, সরকার আমাদের কোনো সাহায্য দেয় না। ঘর পানির মধ্যে ভাসছে। চেয়ারম্যান কত দিব সাহায্য। এক সাপ্তাহ যাবৎ পানির সাথে যুদ্ধ করে বাস করতাছি। ঘরের জিনিস পএ লইয়া কই যামু।একই ইউনিয়নের কদম চাল ও মনোহর পুরের মাঝামাঝি গ্রামে ৫ টি পরিবার পানি বন্দি  হয়ে ১ সাপ্তাহ যাবৎ পরে রয়েছে। তাদের বাড়ির চার পাশে কচুরি পানা বাড়ির বাইরে আসতে পারে না।গত ২২ ই জুন বুধবার বিকালে আবদুল্লাহ পুরের চেয়ারম্যান আনোয়ার খাঁন অনেক কষ্টে তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন গত ২২ ই জুন বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, জেলা প্রশাসক মোঃশামীম আলম,ইটনার ইউ,এন,ও নাফিসা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোঃমতিউর রহমান,সদর চেয়ারম্যান এ্যাড-শরীফ কামাল ও গোপদীঘির চেয়ারম্যান আনোয়ার হোসেন। গোপদীঘি ইউনিয়নের ৭নং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এাণ সামগ্রী বিতরণ করেছেন।

একই দিন বিকালে ঢাকায় নিযুক্ত চীনাদূতাবাসের মিনিস্টার কাউনন্সিলর মি ইয়ান হুয়ালং ও কিশোরগঞ্জ ৪- আসনের এম,পি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক মিঠামইনের গুচ্ছ গ্রাম হামিদ পল্লী ও নবাব পুরে এাণ সামগ্রী বিতরণ করেন।এসময় মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন পি,আই,ও মোল্লা খলিলুর রাহমান,জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউ, পি,চেয়ারম্যান শরীফ কামাল উপস্থিত ছিলেন। পরে অষ্ট্রগ্রামে ঐতিহাসিক কুতুব মসজিদ পরিদর্শন করেন চীনা  প্রতিনিধি দল।

ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন

আরো পড়ুন

banner image
banner image