• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢামেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি আন্দোলনে আহত ১০১ জন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৫ পিএম
ঢামেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি আন্দোলনে আহত ১০১ জন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণে আহত ১০১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।

গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢামেক হাসপাতালে এসব রোগী আনা হয়, যাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, "গত কয়েক দিনের সহিংসতায় আহতরা বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে এলে তাদের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দায়িত্বরত চিকিৎসক ১০ জনকে ভর্তি দিয়েছেন। এখন পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে উন্নত চিকিৎসার জন্য আহতরা ঢামেকে আসছেন।"

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image