• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মানবতার টানে শীতার্ত মানুষের পাশে ইবির তারুণ্য 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
মানবতার টানে
শীতার্ত মানুষের পাশে ইবির তারুণ্য 

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ প্রায় একশত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া শহরের ৬নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

সংগঠনটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ওবাইদুর রহমান, সহ-সভাপতি রইচ উর রহমান, সহকারী শিক্ষক হোসনেয়ারা জামান ও আব্দুল বাতেন। সংগঠনটির সভাপতি আশিফা ইসরাতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘তারুণ্যের স্বেচ্ছাসেবকরা দীর্ঘ একমাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে অনুদান সংগ্রহ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কুষ্টিয়া-ঝিনাইদহের মানুষের অনুদানের টাকায় এ শীতবস্ত্র প্রদান করা সম্ভব হয়েছে। মানতার টানে তারুণ্য উদ্যোগ নিয়েছে আর তাতে সকলের সহযোগিতায় কিছু শীতার্ত মানুষের কাছে উষ্ণতা পৌঁছে দিতে পেরেছে তারুণ্য।’

এসময় সংগঠনের সভাপতি আশিফা ইসরাত বলেন, ‘অসহায় দুস্থ মানুষকে সাহায্য করা তারুণ্যের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। আজ দুস্থ মানুষদের উষ্ণতার ছোঁয়া দিতে পেরে তারুণ্য পরিবার সার্থক।

অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে বুকে ধারন করে ২৯ শে জুলাই ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় তারুণ্য। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্য’র সদস্যরা রক্তদানের প্রাত্যাহিক রুটিনকর্ম পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে, ক্যাম্পাস অঙ্গনে বৃক্ষরোপন, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিডারশীপ ট্রেনিং, তারুণ্য লাইব্রেরী, বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরন ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image