• ঢাকা
  • রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাইবার প্রযুক্তি হয়ে উঠেছে জনগণের এক আতঙ্কের নাম: ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম
সাইবার প্রযুক্তি হয়ে উঠেছে জনগণের এক আতঙ্কের নাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিএনপির আন্দোলন, সমাবেশ দমাতে সরকারের নতুন অস্ত্র ইন্টারনেট শাট ডাউন বলে। সাইবার প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন হয়ে উঠেছে জনগণের জন্য এক আতঙ্কের নাম। 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
 
তিনি বলেন, এতদিন ধরে আওয়ামী লীগ সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুম-খুন, জেল-জুলুম, নির্যাতন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন রকম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিএনপির আন্দোলনকে দমন করার অপচেষ্টা করেছে। আর এখন তারা তাদের নতুন অস্ত্র ব্যবহার করছে বিএনপির আন্দোলন দমাতে। বিএনপির আন্দোলন, সমাবেশ দমাতে সরকারের নতুন অস্ত্র ইন্টারনেট শাটডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া।
 
ক্ষমতাসীন সরকার গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ‘ইন্টারনেট- শাট ডাউন’। নির্যাতনকারী পুলিশ কেড়ে নিচ্ছে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিগত ডিভাইস ‘মোবাইল ফোন’। সাইবার জগতে মানুষের যেটুকু স্বাভাবিক অধিকার অবশিষ্ট আছে সেই অধিকারকেও কেড়ে নেয়ার গভীর চক্রান্ত করছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, সাইবার জগতে গোয়েন্দাবৃত্তির জন্য ইন্টারনেট-শাট ডাউনসহ নানান ডিজিটাল অপরাধের জন্য বিটিআরসিকে ব্যবহার করা হচ্ছে। চলমান ডিজিটাল সিকিউরিটি আইন বাংলাদেশ ব্যাংকের আট হাজার কোটি টাকা লোপাটকারী অথবা তাদের হুকুমদাতাদের কেশাগ্রও স্পর্শ করতে পারেনি; পেরেছে কেবল খাদিজাতুল কোবরা নামের এক ছাত্রীর জীবনকে দুর্বিষহ করতে কিংবা স্কুল পড়ুয়া কিশোরকে ফেসবুক পোস্টে লাইক দেয়ার অপরাধে ডিজিটাল সিকিউরিটি আইনের বলি করে জামিন অযোগ্য অনির্দিষ্টকালীন কারাবাসী করতে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image