• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে ২৩ জন গুলিবিদ্ধ, আহত ২৯


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে ২৩ জন গুলিবিদ্ধ, আহত ২৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে এক দফা দাবিতে আন্দোলনের সহিংসতায় ২৪ জন গুলিবিদ্ধ এবং আহত অন্তত ২৯ জন।

রবিবার (০৪ আগষ্ট) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

আহতরা হলেন-

১.মাহিন (২৫) ঘটনাস্থল শাহবাগ, গুলিবিদ্ধ 

২. হাসিবুর রহমান (৩০) ঘটনাস্থল শাহবাগ, গুলিবিদ্ধ 

৩. সুভাষ (২৪) ঘটনাস্থল শাহবাগ,গুলিবিদ্ধ 

৪. রিমন (৩২)ঘটনাস্থল শাহবাগ, গুলিবিদ্ধ 

৫. সেলিম (৪০)ঘটনাস্থল শাহবাগ, গুলিবিদ্ধ 

৬.নিজাম (২২) ঘটনাস্থল নয়াবাজার এলাকা। নবাবপুর ইলেকট্রিক দোকানের মালিক। গুলিবিদ্ধ 

৭. আকাশ (২১) পুরান ঢাকার আলু বাজার এলাকা থেকে আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। হামলায় পায়ে কাচের আঘাতে আঘাতপ্রাপ্ত হন তিনি। পেশায় তিনি একটি শ্রেণি চাই দোকানের কর্মচারী। 

৮. মুরাদ হোসেন দ্বিপ (১৭)মুন্সিগঞ্জ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত ।

৯ .মঞ্জিল (৪০) মুন্সিগঞ্জ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহত হন তিনি

১০. সাব্বির (১৮) কাজলা শনির আখড়া এলাকায় ছড়্ড়া গুলিতে গুলিবিদ্ধ। শ্রমিক ,যাত্রাবাড়ী থানা।

১১.জামিল(৪০) কাজলার,শনির আখড়া এলাকায় ছড়্ড়া গুলিতে গুলিবিদ্ধ। অভিভাবক। যাত্রাবাড়ী থানা।

১২.মাহিন(২১) পুরান ঢাকার নয়া বাজার থেকে আহত অবস্থায় । সেনিটারি মিস্ত্রি। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়ে তাকে।

১৩.সাইফুল(৩০) বংশালের আলু বাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয় তাকে। শ্রমিক ছিলেন তিনি।

১৪. আলামিন (২১) মুন্সিগঞ্জ সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়ে থাকে।

১৫. আল শাহরিয়ার আবির( সোহাগ) (২৯) পল্টনে এলাকা থেকে ইটের আঘাতে আহত। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ।

১৬. তানভীর রহমান (২০) পিজি হাসপাতালের সামনে ইটের আঘাতে মাথায় আঘাত প্রাপ্ত হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

১৭.রাজীব(২২) শাহবাগে ইটের আঘাতে আহত হন।

১৮. জাহিদ (৩২) বাংলা মোটর এলাকা থেকে গুলিবিদ্ধ হন তিনি।

১৯. মুদাচ্ছির(১৯)এল এল বি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পিলখানা এলাকায় পেটে গুলিবিদ্ধ হন তিনি।

২০. কিবরিয়া (২৪) সাইন্স ল্যাব জিগাতলা থেকে গুলিবিদ্ধ হন তিনি। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাথায় গুলিবিদ্ধ হন তিনি।

২১.জামাল উদ্দিন (৫০) শনির আখড়া থেকে গুলিবিদ্ধ হন তিনি।

২২.নাফিজ(১৮) মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের শিক্ষার্থী । মুন্সিগঞ্জ সদরের পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন তিনি। রাবার বুলেটে আহত হন তিনি।

২৩.শাহাদাত(২৫)মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের শিক্ষার্থী । মুন্সিগঞ্জ সদরের পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন তিনি। ছড়ড়াগুলিতে আহত হন তিনি।

২৪. মেহেরাজ (৫৭)আমাদের সময়ের ফটোগ্রাফার। কদমপুর ফোয়ারা ক্রসিং এর সামনে ছড়্ড়া গুলিতে আহতন তিনি।

২৫. নূর হোসেন পিপুল(৫০)আজকের দৈনিকের সাংবাদিক।কদমপুর ফোয়ারা ক্রসিং এর সামনে ছড়্ড়া গুলিতে আহতন তিনি।

২৬. মোহাম্মদ তুহিন (২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। শাহবাগ এলাকা থেকে কাচের আঘাতে আহত হন তিনি।

২৭. সোহেল (১৮) নামের শিক্ষার্থী সাইন্সল্যাব থেকে গুলিবিদ্ধ হন তিনি।

২৮. মাহফুজুর (১৯)নামের শিক্ষার্থী সাইন্সল্যাব থেকে গুলিবিদ্ধ হন তিনি।

২৯. শিহাব (১৯) জিগাতলা থেকে বীরশ্রেষ্ঠ আবদুর রউফ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

৩০. জুনায়েদ (১৫) মানদা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্যাসের দোকানের কর্মচারীকে ঢাকা মেডিকেলের জরুরী বিয়াকে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বলেন রাজধানীর শাহাবাগ যাত্রাবাড়ি শনির আখড়া, বংশাল, মুন্সীগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২৩ জনসহ আহত হয়েছে অন্তত ২৯ জন। আহতদের জরুরী বিভাগের চিকিৎসা চলছে। আহত ও গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত রোগীর আসা চলমান রয়েছে বলে জানান তিনি।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image