
ডেস্ক রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না তারা। তিনি বলেন, সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন বিএনপি মানে না।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২-এর জাতীয় সংসদে পাস হয়েছে। এর আগে আইনটির খসড়া পাসের জন্য জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
সব রাজনৈতিক দলের মতামত নিয়ে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ আইনের মধ্য দিয়ে দক্ষ, সৎ, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ ব্যক্তিদের মধ্য থেকেই সিইসি ও কমিশনারদের নিয়োগ দেওয়া হবে।
তবে বিলের সমালোচনা করে একে আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্যরা। আর সার্চ কমিটিতে সংসদ সদস্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: