আবুল বাশার মিরাজ : একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। এজন্য বিজ্ঞানের প্রতি আমাদের ভালবাসা দরকার। আর এ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৬তম জন্মদিন উপলক্ষে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, 'যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনারর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সারাদেশে ছড়িয়ে রয়েছে। ছাত্রলীগের যারা আছেন তারা যদি সকল জায়গায় বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে আসে তবে বিজ্ঞানমনস্কতা জাতি গঠনে এদেশ আরো দ্রুত এগিয়ে যাবে। এজন্য সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আহবান জানান তিনি।'
জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। কর্মশালাটির সমন্বয় এবং মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবীব আহসান। কর্মশালায় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সারাদেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করার সয় বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক খন্দকার হাবীব আহসান বলেন, 'একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশরত্ন শেখ হাসিনার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লক্ষ নেতাকর্মীদের শুধুমাত্র মিছিলে বা সামাজিক কাজে নয়, ববং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির সাথে তাল মেলাতে আরও বেশি বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে কর্মদক্ষ হতে হবে।'
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় তার সভাপতির বক্তব্যে বলেন, ' বিএনপি-জামাত সরকার দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা এদেশকে পিছিয়ে নিতে চায়। কিন্তু এদেশে তা আর কোনদিন সম্ভব নয়। বাংলাদেশকে এগিয়ে নিতে রাত-দিন কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর কোনদিন পিছাবে না, সময় এখন সামনে এগিয়ে যাওয়ার।'
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: