নিজস্ব প্রতিবেদক : ২৭ আগস্ট (মঙ্গলবার) কুমিল্লার শংকুচাইল, কালিকাপুর, গাজীপুর, টিক্কারচড়, তালপাড়া, কাপ্তান ব্রিজ সংলগ্ন এলাকার ৬টি আশ্রয় কেন্দ্রেসহ ২টি মাদ্রাসা ও ১টি এতিমখানায় পৌঁছে দেয়া হয় এই ভালোবাসার হাতছানি।
ক্ষুদ্র এই ভালোবাসার সামগ্রী গুলোর মধ্যে ছিলো ঔষুধ, স্যালাইন, গ্লুকোজ, পানি বিশুদ্ধকরন ট্যানলেট, মোমবাতি, দিয়াশলাই, নারীদের স্যানিটারি ন্যাপকিন, প্যান্টি। শিশুদের ডায়াপার, কাঁথা
এছাড়া শিশু নারী ও পুরুষদের জামাকাপড়, পাঞ্জাবি, জুতো, মাদুর টাওয়াল, চাদর, গামছা। তালিকায় ছিলো বিশেষ শিশু ও গর্ভবতী মহিলা।
অগ্রযাত্রা সুপার টিমের প্রতিনিধি হিসেবে আমজাদ হোসাইন ও ফারজানা মৃদুলার উপস্থিতিতে বিতরণ করা হয়।
বিশেষ সহযোগিতায় ছিলেন শাহতাজ মুনমুন, সালমা ভূঁইয়া, শাহানাজ পারভীন, রওনাক সিদ্দিকা, কাকলী খাঁন, তাসরিনা হীরা, বাউল শিল্পী মুক্তা সরকার, ইসমাত জাহান অন্তরা, হ্যাপি আক্তার, ফাহমিদা কলি,কানিজ ফাতেমা রুমা, শাহানাজ কাজী, নাজমুন সাকিব খুকু, শিল্পী, সাবিহা আক্তার, শাজেদা আক্তার, নাজনীন মোসাব্বের, বাবলু, ইকবাল, বেলি, আহনাফ তাহমিদ ও আলাউদ্দিন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: