
কুমিল্লা প্রতিনিধি: ‘জগতের সকল প্রাণী সুখী হউক’ এ বানীকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার দিনব্যাপী নানাহ আয়োজনের পর বিকেলে দানোত্তম কঠিন চীবর দানোৎসব’২১ ওই বৌদ্ধ বিহার কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের কুমিল্লা-নোয়াখালী বৌদ্ধ ভিক্ষু সমিতির উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া।
ধর্মাদেশক ছিলেন, মজলিশপুর ধর্মাঙ্কুন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞজ্যোতি মহাথের, শ্রীমৎ ধর্মপাল মহাথের, শ্রীমৎ সাধন প্রিয় থের, শ্রীমৎ উত্তমানন্দ থের , শ্রীমৎ ধর্মানন্দ থের, শ্রীমৎ প্রিয়বংশ থের প্রমুখ।
স্থানীয় আওয়ামীলীগ নেতা শিমুল সিংহের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিহার অধ্যক্ষ শ্রীমৎ রতন জ্যোতি সিংহ, উদ্যাপন কমিটির সভাপতি পরেশ সিংহ, সাধারণ সম্পাদক সুজিত সিংহ প্রমুখ। উল্লেখ্য দুপুরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুুুস উত্তোলনসহ নানাহ কর্মসূচী পালন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / মশিউর রহমান সেলিম/কেএন
আপনার মতামত লিখুন: