নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে রেকর্ড ভেঙ্গে গেল ভারতের যুবরাজ সিং এর। টি২০ ম্যাচে ১২ বলে দ্রুততম ৫০ করার রেকর্ড ছিল যুবরাজের।
নেপালের ব্যাটসম্যান দিপেন্দ্র সিং আরি ৯ বলে ৫০ রান করে সেই রেকর্ড নিজের করে নিলেন। বিপক্ষ দল ছিল মঙ্গোলিয়া।
আরেকটি রেকর্ড হয়েছে এই ম্যাচে টি২০ তে কোনো দল ৩০০ করতে পারেনি। নেপাল ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ করেছে। আরেকটি রেকর্ড কুশল মাল্লার মাত্র ৩৪ বলে ১০০ রান পূর্ণ করে সে।
এটাই টি-২০তে সবচেয়ে দ্রুত তম শতরান। এই শতরান করতে মাল্লাকে ১২ টি ৬ ও আটটি ৪ রান করতে হয়েছে। যুবরাজ সিংয়ের রেকর্ডটি ছিল ১৬ বছর পুরানো। তিনি সেই রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: