• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

১০০ গরু নিয়ে সিলেটের মানুষের পাশে ফারাজ করিম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫১ পিএম
১০০ গরু নিয়ে সিলেটে ফারাজ করিম
ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ফারাজ করিম চৌধুরী।

এ পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রায় ১৫ হাজারের অধিক পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করেছেন তিনি। তাছাড়া ১ কোটি টাকা খরচ করে সুনামগঞ্জের তাহিরপুরে ৩৫০ টি ও কুড়িগ্রামে ১৫০ টি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এরই মধ্যে আসন্ন পবিত্র কোরবানি ঈদে সিলেটের বন্যার্ত এলাকার অসহায় মানুষের জন্য ১০০ টি গরু প্রদান করার উদ্যোগ নিয়েছেন। ২৭ জুন, সোমবার, ফারাজ করিম চৌধুরীর নিজস্ব ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, "সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে তা এত অল্প সময়ে কাটিয়ে উঠা সম্ভব নয়। সেখানকার অসহায় মানুষের জন্য এবারের কোরবানির ঈদে আমরা ১০০ টি গরু জবাই করে মাংস বিতরণ করবো। মানবিক চেতনা থেকে আমরা এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছি।"

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image