
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়েছে ।
রবিবার (২৬ মার্চ) ভোরে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথম প্রহরে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি),সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক , খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শানে আলম, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দপ্তর, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ৮টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: