• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাজারে বিভিন্ন পণ্যের দাম এ হারে বাড়ার কথা নয় : বাণিজ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১২ পিএম
বিভিন্ন পণ্যের দাম এ হারে বাড়ার কথা নয়
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম যে হারে বেড়েছে, এ হারে বাড়ার কথা নয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা কেউ কেউ সুযোগ নিচ্ছেন বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

বুধবার (১৭ আগস্ট) শোকাবহ আগস্ট উপলক্ষে দেশের ১ কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ নিয়ে টিআইবির প্রতিবেদন তৈরির বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্য মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে একদিকে ভোজ্যতেলের দাম কমেছে। অপরদিকে ডলারের মূল্য বাড়ছেই। এ দুইটি বিষয় সমন্বয় করেই ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হবে।

এদিকে শোকাবহ আগস্ট উপলক্ষে সারাদেশে ১ কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিতরণ কার্যক্রম নিয়ে সম্প্রতি টিআইবির করা এক প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, টিআইবি ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।

মন্ত্রী বলেন, নানা জটিলতার কারণে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণে কিছুটা অনিয়ম হতে পারে কিন্তু টিআইবির প্রতিবেদন সঠিক নয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ কার্যক্রমে ৫ শতাংশ মানুষের মধ্যে পণ্য বিতরণে সমস্যা হতে পারে, বাকি ৯৫ ভাগ মানুষ তালিকা অনুসারে সঠিক পদ্ধতিতে সাশ্রয়ী মূল্যে নিত্য পণ্য পেয়েছেন

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image