নিউজ ডেস্ক : চলতি বছরের চতুর্থ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২৪তম বসছে আজ বিকেলে। রোববার বিকেল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। অধিবেশন কত কার্যদিবস চলবে তা বৈঠকে চূড়ান্ত হবে।
এই অধিবেশনে আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’-সহ বেশ কিছু আইন পেশ হতে পারে। পাসও হবে বেশ কয়েকটি আইন।
জানা গেছে, এই অধিবেশনের শেষে অক্টোবরের মাঝামাঝি সময় আরেকটি অধিবেশন বসবে। ঐ অধিবেশনটি হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন।
চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: