• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে যানজট নিরসনে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
যানজট নিরসনে ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ
ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: যানজট নিরসনে গৃহিত সিদ্ধান্তের বাস্তবায়ন এবং জনদূর্ভোগ লাঘবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ চরপাড়া মোড়ে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত ফলের দোকান ও অন্যান্য দোকান উচ্ছেদ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুন) এ অভিযান পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এসময় তিনি ফুটপাত ও রাস্তা দখল না করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি জানান, এ রকম ঘটনার পুনরাবৃত্তি হলে অবৈধ স্থাপনার মালামাল জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও গত পরশু নতুনবাজার মোড়ে অভিযানের পর নতুন করে রাস্তা দখল করে ফলের দোকান পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে আবার অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। তিনি এ প্রসঙ্গে বলেন, ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image