• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছে ওনাব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম
অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা
onab logo

নিউজ ডেস্ক:  ছাত্রজনতার এক রক্তক্ষয়ী অভুত্থানে স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে এই সরকারের সফলতা কামনা করেছে বাংলাদেশ অনলাইননিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ(ওনাব)। এক বিবৃতিতে ওনাব নেতৃবৃন্দ বলেন, এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক-আইন শৃঙ্খলাপরিস্থিতির উন্নয়ন, প্রশাসন, বিচারবিভাগ এবং পুলিশবাহিনীর মনোবল ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি। এ ছাড়াও রয়েছে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।

আশা করি, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্ত্বাধীন এ সরকার সফলতার সঙ্গে কাজগুলো করে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে। 

ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের গণতন্ত্রে উত্তোরণের কাজে সব ধরণের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে সকল গণমাধ্যমকে ভয়ভীতির উর্ধ্বে উঠে কাজ করার সুযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image