আন্তর্জাতিক ডেস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে। জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে শনিবার (২৩ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন তিনি।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে ইউক্রেনের প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনার পাশাপাশি কৃষ্ণ সাগরে শস্য চুক্তি পুনরায় উজ্জীবিত করার বিষয়ে জাতিসংঘের প্রস্তাব দুটোকেই অবাস্তব বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
আগামী অক্টোবরে কিম জং উনের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফরে যাবেন বলেও সংবাদ সম্মেলনে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
কিয়েভকে অত্যাধুনিক সব অস্ত্র সরবরাহের মাধ্যমে পশ্চিমারা সরাসরি মস্কোর সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকটের জন্য অধিবেশনে পশ্চিমাদের দায়ি করেন তিনি। এমনকি তাদের ‘মিথ্যার সাম্রাজ্য’ বলেও অভিহিত করেন ল্যাভরভ।
ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমারা। কিন্তু নতুন করে এ নিষেধাজ্ঞার বিরোধিতা করছে হাঙ্গেরি। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে ইউরোপই ক্ষতির মুখে পড়ছে বলে জানান হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জর্তো। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েক মাস পর সেপ্টেম্বরে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবারহের প্রধান দুটি পাইপলাইন নর্ডস্ট্রিম ওয়ান নর্ডস্ট্রিম টু পাইপলাইনে দুটি রহস্যজনক ছিদ্র দেখা যায়। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে রাশিয়া-ইউক্রেন। পশ্চিমাদের দিকেও অভিযোগের আঙুল তোলে মস্কো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: