
মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী : জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রবেশমুখে সকাল ৯.০০ টা থেকে এসএসসি-২০২৩ পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করেছে জলঢাকা ছাত্রলীগ।
জলঢাকা পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতিতে অনুপ্রানীত হয়ে বঙ্গবন্ধুর আর্দশে গড়া ছাত্রলীগের সৌজন্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এবং উপস্থিত সকল পরিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ রাজন সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক রাজু আহম্মেদ রাজন এ প্রতিবেদককে বলেন, শিক্ষা, শান্তির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলে ও সাধারন সম্পাদক মাসুন সরকার ভাইয়ের নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: