• ঢাকা
  • শনিবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সোনার বাংলা এক্সপ্রেস ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৩ পিএম
১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবে
সোনার বাংলা এক্সপ্রেস

নিউজ ডেস্ক : চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা ৬:৩৫-এ কুমিল্লার হাসানপুর স্টেশনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী ৭৮৮-সোনার বাংলা এক্সপ্রেস- ট্রেনটি  পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক প্রস্তুত করে আগামীকালের বাতিলকৃত ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা স্টেশন হতে যাত্রা শুরু করবে। 

প্রেক্ষিতে যেসকল সম্মানিত যাত্রীগণ ১৯ এপ্রিল পরিবর্তিত তারিখে যাত্রা করতে আগ্রহী তাদেরকে সকাল ৮টার পূর্বে ঢাকা স্টেশনে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হলো। অপরদিকে যে সকল যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন। 

ঈদে ঘরমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সম্মানিত যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image