• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসরাইলজুড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৩ এএম
ইসরাইলজুড়ে
নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিভিন্ন শহরে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ ও হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধারে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির দাবিতে লাখো মানুষ বিক্ষোভ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সোমবার (২ সেপ্টেম্বর) বলা হয়েছে, গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে রোববার রাতে তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে লাখ লাখ ইসরাইলি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।


হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জানান অনেকে। বিক্ষোভ থেকেই সোমবার ইসরাইলজুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে প্রধান একটি শ্রমিক ইউনিয়ন।
 
ইসরাইলের গণমাধ্যমের তথ্যানুযায়ী রোববার রাতের এই বিক্ষোভে প্রায় ৫ লাখ ইসরাইলের নাগরিক জেরুজালেম, তেল আবিবসহ কয়েকটি বড় শহরে রাস্তায় নেমেছে।
 
আল জাজিরা বলছে, প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোববারের রাতের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। এদিন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
 
বিক্ষোভকারীরা ‘এখন! এখন! স্লোগান দেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে বাকি বন্দিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
  
গত বছরের নভেম্বরে গাজায় সাত দিনের যুদ্ধবিরতির সময় হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছিল। অন্য জিম্মিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলছে।
 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image