
ডেস্ক রিপোর্টার: দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। শনিবার রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় এসআই হিসেবে দায়িত্বে ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ডিউটিতে থাকা অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি এসআই জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দাউদকান্দি টোলপ্লাজাসহ আশপাশের এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা রক্ষায় ডিউটিরত ছিলেন এসআই জাহাঙ্গীরের নেতৃত্বাধীন টহল টিম। রাত ১টায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা বাস এসআই জাহাঙ্গীর আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
মৃতদেহের সুরতহাল প্রস্তুত ও ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: