
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আগামী ১ জানুয়ারি থেকে শীতকালীন ছুটিতে যাচ্ছে। ছুটিতে আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন।
তিনি বলেন, শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।
জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১ থেকে ১২ জানুয়ারি এবং অফিসমূহ ১ থেকে ৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ছুটি থাকবে। তবে জরুরি বিভাগসমূহ খোলা থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: