
নিজজ ডেস্ক
দেশব্যাপী বিএনপির ডাকা গণমিছিল কর্মসূচি চলাকালে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দলটির এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে গণমিছিল বের হলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটে।
এ ঘটনায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ আহত হয়েছে অর্ধশতাধিক।
স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপি শনিবার সারাদেশে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। রাজধানীতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে এই কর্মসূচি ৩০ ডিসেম্বর পালন করবে দলটি।
ঢাকানিউজ২৪.কম / এমআর
আপনার মতামত লিখুন: