
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, এক গবেষণার তথ্য মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করেন। আর এ তথ্য পাওয়ার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।
বুধবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বারমাইস্যা উচ্চ বিদ্যালয় মাঠে এক শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। কারণ তারা সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করেন। গবেষণায় এমন তথ্য আসার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। সারাদেশে যোগ্য প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই বিএনপির। তাই তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিন মতিয়া চৌধুরী ১২ প্রাথমিক বিদ্যালয়ের ৯৬৬ জন ও এবতেদায়ী মাদরাসার ৩৬৬ জনকে নগদ ১ হাজার টাকা করে প্রণোদনা প্রদান করেন। এছাড়া মসজিদ, মন্দির ও গির্জার ৩০০ ধর্মীয় নেতাকে কম্বল প্রদান করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: