
মো: নজরুল ইসলাম, ব্যুরো প্রধান ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে রবিবার ফাইজার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
যথাযথ কোল্ড চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকাদান করা হচ্ছে। চারটি বুথে স্বাচ্ছন্দে সবাই টিকা নিতে পারছেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, প্রতিদিন ১ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা সিটি কর্পোরেশনের রয়েছে। এ পর্যায়ে সর্বমোট ১৯ হাজার ৮ শ মানুষকে ১ম ডোজ ফাইজার টিকাদান করা হবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য নির্ধারিত যা যা ব্যবস্থাপনা রয়েছে তা আমরা নিশ্চিত করেছি। এছাড়া নিজস্ব ভবনে টিকা প্রদানের ব্যবস্থা করেছি। স্বাচ্ছন্দ্যে এখানে ফাইজার টিকা নিতে পারবেন সবাই।
মেয়র আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা জননেত্রী শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তাঁর মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের কারনে করোনায় বহু দেশের তুলনায় আমরা ভালো অবস্থায় রয়েছি।
উদ্বোধনকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / মো: নজরুল ইসলাম
আপনার মতামত লিখুন: