
নিউজ ডেস্ক: নরসিংদীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর পৌনে ১টায় বোতাম টিপে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন তিনি। এসময় সার কারখানাটি উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। জানা যায়, এই সার কারখানা থেকে বছরে উৎপাদন হবে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার।
উদ্বোধন শেষে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। ১৯ বছর পর দলীয় সভাপতির এই সফর ঘিরে উৎসবের আমেজ নেতা-কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।
নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে ২ হাজার ৮ শ মেট্রিকটন ও বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে কারখানাটিতে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: