• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়ানোর বিল পাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম
ঋণসীমা বাড়ানোর বিল
ঋণসীমা বাড়ানোর বিল পাস

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে পাস হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে যাবে। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের মাধ্যমে আইনে পরিণত হবে।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে বিল পাসে ভোট শুরু ‍হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে ভোটাভুটিতে ঋণসীমা বাড়াতে বিলের পক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। খবর- সিএনএন ও বিবিসি। 

এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের ওপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপর ভোট শুরু হয়। 

এদিকে বিল পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ, উদ্বেগ ছিল জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে। ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image