
নিউজ ডেস্ক
মেগাসিটি রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান বর্ষাকালে কিছুটা উন্নত থাকলেও শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায়। কারণ বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণে শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে। এ বাস্তবতায় দূষিত শহরের তালিকায় আজ শুক্রবারও প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৯৮ । বায়ুর মান বিচারে এ পরিস্থিতি ‘অস্বাস্থ্যকর’।
সূত্রে জানা যায়, ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ তালিকায় ১৭৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই; ১৭৮ নিয়ে তৃতীয় চিলির সান্তিয়াগো। এরপর চতুর্থ স্থানে থাকা ক্রোয়েশিয়ার জাগরেবের স্কোর ১৭৪ এবং পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৬৫।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মতে, বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: