• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকার দুর্নীতিকে হালাল করার জন্যই জনগণের পকেট কাটছেন: ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
দুর্নীতিকে হালাল করার জন্যই জনগণের পকেট কাটছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার দুর্নীতিকে হালাল করার জন্যই জনগণের পকেট কাটছেন তারা। এদেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না। আমাদের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে। আমাদের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে শুধু তাই নয়, আমাদের ভবিষ্যতকেও ধ্বংস করে দিয়েছেন তারা। তাই এই সরকারকে আর টিকতে দেয়া যায় না।  

রোববার (০৭ আগস্ট) সকাল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে।

জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত হন জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। এরই প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি।

বিএনপি নেতারা বলেন, দেশে উন্নয়নের নামে দুর্নীতির জোয়ার চলছে। নেতাকর্মীদের গণপরিবহনে বর্ধিত ভাড়া না দেয়ারও নির্দেশ দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতিকে হালাল করতেই মধ্যরাতে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image