গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’বাড়ির পাশে কৃষি জমির উপর কয়েকদিন ধরে প্রতিবেশী আব্দুল মতিনের আবাসিক বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। বারবার তাগিদ দেওয়ার পরও বিদ্যুতের তার অপসারণ না করায় মঙ্গলবার দুপুরে আব্দুল লতিফ ধান ক্ষেত থেকে সঞ্চালন লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করবেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: