• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা নাগরিক আন্দোলন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
নাগরিক আন্দোলনের নিয়মতান্ত্রিক কর্মসূচিকে আরো
ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :  ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর জুবলী ঘাটস্থ ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথিসহ নাগরিক আন্দোলেনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও নানা সমস্যা সমাধানের দাবীতে নাগরিক আন্দোলনের নিয়মতান্ত্রিক কর্মসূচিকে আরো বেগবান করার জন্য গুরুত্বারোপ করেন।

জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ সামসুল বারী, অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দীন আহমদ, অ্যাডভোকেট হোসনে আরা রাণু,  কাজী আজাদ জাহান শামীম, লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শংকর সাহা, সাংবাদিক মো. নজরুল ইসলাম ও নিয়ামুল কবির সজল, ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম, অধ্যাপক আফতাব উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ,মোস্তফা মোঃ খায়রুল আলম তুহিন, আবুল মুনসুর প্রমূখ।

ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘ প্রায় ২৬ বছর আন্দোলন সংগ্রামের পর অবশেষে  জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর এই চারটি জেলা সমন্বয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য, ব্রিটিশ সরকার ১৭৮৭ সালের ১ মে ময়মনসিংহ জেলা এবং ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠা করে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image