গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : র্যাব-১৪ এর একটি দল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা এলাকার নোয়াব আলী মার্কেটের সামনের সড়ক থেকে ১৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার এবং ১জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে মযমনসিংহ র্যাব-১৪ এর মেজর শিশির তালুকদারের নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মইলাকান্দা সমাজকল্যাণ সমিতির সামনের সড়ক থেকে একটি অটোরিক্সা আটক করে। পরে আটককৃত অটোরিক্সাটি তল্লাশী করে পিছনের সিট ও সামনের সিটের নিচে বিশেষভাবে রাখা ১৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এ সময় অটোরিক্সার চালক আবুল বাশারকে আটক করে। গ্রেফতারকৃত অটোচালক আবুল বাশার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন অভিযানের নেতৃত্বদানকারী মেজর শিশির।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার দুটি সীমান্তবর্তী এলাকা দূর্গাপুর ও কলমাকান্দা দিয়ে একটি কালোবাজারি চক্র স্থানীয় প্রশাসনকে ম্যাানেজ করে মাদকদব্য, ভারতীয় চিনি, মসলা শাড়ী, কমমেটিক, বিস্কুট, কম্বলসহ নানা ধরনের অবৈধ মালামাল পিকাপ ও ট্রেনে শ্যামগঞ্জ সহ বিভিন্ন জেলায় পাচার করে আসছে। পাচারের জন্য এলাকা ভিত্তিক রয়েছে বেশ কয়েকটি সিন্ডিকেট। এসব পণ্যঅবৈধ পথে পাচার হওয়ার কারনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আর এক শ্রেণীর সরকারি কর্মকর্তা ও সিন্ডিকেট ব্যবসায়ী রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: