• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিশিথের আধাঁর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম
নিশিথের আধাঁর
আধাঁর

মুহাম্মদ সুফিয়ান তাসদিক

হেটে চলে মুসাফির একলা পথে নিশিথের আঁধার।
ভয়েতে কাঁপে বুক থরথর অমাবশ্যার রাত।
কে হবে রাহবার তার?
এই আঁধার পথের সাথি।
ভর্য়াত এই অরণ্য বুকে দেখাতে পথের দিশা।
আছে কি কোন ইনসান এই অবেলা?
নয় ছয় ভাবে মুসাফির হাটে পা পা করে।
কখনো আবার দাঁড়িয়ে যায় নীরব নিস্তব্দতায়
আচমকা আওয়াজ শুনে।
ভয়ে শুষ্ক ঠোঁট কাঁপে থরথর করে।
দূরে দৃষ্টি মেলে মুসাফির দেখে বনের গভীরে।
জোনাকির শরীরে আলো নিভু নিভু করে জলে।
মুসাফির তখন শক্ত সবল মনে,
বলে অচেনা আওয়াজ তুলে।
কিসের এতো ভয় আমার!
অন্তরে আছে ঈমানি মশাল।
ঠোঁটে আল্লার নাম।
আমি তো মুসলমান।
আমি তো শুধু হেটে চলিবো ভয় ভীতিহীন।
পথ খুঁজে খুঁজে জোনাকির আলোয়।
বুকে সাহস আর আশার প্রদীপ জেলে।
বিশ্বাস আমার খুঁজে পাবো একদিন
আমি সত্যের পথ।
দেখবো সেদিন কুয়াশায় ভেজা শিশির সকাল।
নিশিথের পর।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image