
মোঃ হারুন-উর- রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ খ্রিস্টান লইয়ারর্স আ্যাসোসিয়েশনের এর যৌথ উদ্যোগে 'আদিবাসীদের ভূমি অধিকার' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫মার্চ) শনিবার উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ধানজুড়ি খ্রিস্টান ও আদিবাসী ধর্মপল্লীতে দিনব্যাপি কর্মশালায় উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম দিনাজপুর শাখার সভাপতি শ্যামল মার্ডির সভাপতিত্বে ‘‘আদিবাসীদের ভূমি অধিকার’’ শীর্ষক কর্মশালায় সমতলের ভূমি সম্পর্কে বর্তমান পরিস্থিতি,আদিবাসী ও বহিরাগতদের মধ্যে ভূমি বিরোধ ও ফৌজদারি অপরাধ প্রতিরোধ করণীয় সম্পর্কে আলোচনা করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, বিসিএল এর ট্রেজার অ্যাডভোকেট সাবিনা শিপ্রা দাস, অ্যাডভোকেট সুরেশ রায়, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, ধানজুড়ি ধর্মপল্লীর ফাদার মানুয়েল মুরমু, বিসিএলএ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপারসন আজিম, সংবিধান ও রাষ্টীয় আইনে ধর্ম স্বাধিনতা শীর্ষক আলোচনা করেন রেভা অ্যাডভোকেট সুরেশ রায়।
কর্মশলায় স্থানীয় আদিবাসী জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, শ্রমীকগনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: