• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
মঠবাড়িয়ায়
মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোতালেব হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, সাংবাদিক রুন্মান হাওলাদার প্রমুখ। 

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কাইয়ুম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ও ঈদুল আযহা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করায় সন্তোষ প্রকাশ করে মাদক, কিশোর গ্যাং সহ আইন-শৃঙ্খলা সম্পর্কিত অনৈতিক কার্যক্রম নির্মূলে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

উপজেলার আইন শৃঙ্খলা কমিটির পৌর মেয়র ও ১১ ইউপি'র চেয়ারম্যানগন সদস্য।তাদের মাসিক এ সভায় উপস্থিত থাকার নিয়ম থাকলেও মাএ ২ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image