
বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অটোচালক রুমান হোসেনকে হত্যার দায়ে আসলাম তালুকদার মিজান নামে এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।
পরে আসলাম তালুকদারকে কঠোর পুলিশ পাহারায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লস্কর নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকানিউজ২৪.কম / মোঃ জাহিদুল ইসলাম /কেএন
আপনার মতামত লিখুন: