• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

১৫-১৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে মূকাভিনয় কর্মশালা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২২ পিএম
ঠাকুরগাঁওয়ে মূকাভিনয় কর্মশালা
মূকাভিনয় কর্মশালা

নিউজ ডেস্ক : বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামী ১৫-১৭ সেপ্টেম্বর রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে বাঙলা মূকাভিনয় কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। কর্মশালার কোর্স পরিচালক হিসাবে আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। তিনি সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে যুক্ত হয়ে কর্মশালা পরিচালনা করবেন। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে থাকবেন নবধারার মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন।

এছাড়া মূকাভিনয়ের গল্প ভাবনা ও শিল্প সৌন্দর্য বিষয়ে প্রশিক্ষণ দেবেন কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস এবং তাল-লয়-ছন্দ ও ভাব-রস বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করবেন শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নৃত্যশিল্পী কামরুল হাসান ফেরদৌস। পুরো আয়োজনের সহযোগিতায় আছে নন্দন অভিনয় ও মূকাভিনয় স্কুল এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সংগঠক জাহিদ রবি।

কর্মশালা প্রসঙ্গে কাজী মশহুরুল হুদা বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যে নানা বৈচিত্রময় শিল্পের রূপ দেখা গেলেও মূকাভিনয় নিয়ে তেমন কোন গবেষণা বা নিয়মিত চর্চা পরিলক্ষিত হয় নাই। অথচ মূকাভিনয় ব্যাপক সম্ভাবনাময় শিল্প ও পাশ্চাত্য দেশে শিল্পটি সম্মানজনক অবস্থানে আছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মাধ্যমে আমরা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে শিল্পটির রূপ ও উপস্থাপন পদ্ধতি নিয়ে কাজ করছি। এ লক্ষ্যেই দেশব্যাপী কর্মশালার আয়োজন।’

রিজোয়ান রাজন বলেন, ‘আমাদের বিশ্বাস, রংপুর বিভাগের কর্মশালা এ অঞ্চলে মূকাভিনয় চর্চার প্রসারে সহায়তা করবে। কর্মশালায় আগ্রহীদের ০১৭১৮৭২৯৫৫৬ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করার অনুরোধ রইল।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image