
মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার-৪ আসন' শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার সাংসদ ড. মো. আব্দুস শহীদ এমপি'র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভানুগাছ সড়কের বিটিআরআই চৌমোহনা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগাই রাজবংশী'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি সুদাম বিন, জহরলাল ব্যানার্জী, সন্তোষ ব্যানার্জী, ধীরেন ব্যানার্জী প্রমুখ। এছাড়াও কালীঘাট ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন চা বাগানের অর্ধশত চা শ্রমিক এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আব্দুস শহীদ এমপির ওপর হামলাকে দুঃসাহসী সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে সংসদ সদস্যকে প্রাণে হত্যার পরিকল্পিত হামলা বলে দাবী করেন। এই হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে শ্রীমঙ্গল ফেরার পথে মুন্সিবাজারে দুস্কৃতিকারীরা আব্দুস শহীদ এমপির গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এসময় দুষ্কৃতিকারীদের হামলায় এমপির ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, দেহরক্ষি, ড্রাইভারসহ ৬ জন গুরুতর আহত হন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: