নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সোমবার (১৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এরপর যোগদানকৃত প্রশাসক মসিক শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।
সভায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন।
মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: