• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উপনির্বাচনে ভোটে লড়বে জাসদ,প্রার্থী ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৯ পিএম
জাসদ,লোগো
জাসদের দলীয় লোগো

মোহাম্মদ রুবেল

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে উপনির্বাচন হবে। এরমধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলীয় কার্যালয় হতে বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

সম্প্রতি দলের কেন্দ্রীয় কার্যালয়ে পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের চূড়ান্ত করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাসদের তিনজন প্রার্থী হলেন,এ কে এম রেজাউল করিম তানসেন,মো. ইমদাদুল হক এমদাদ এবং মো. মনিরুজ্জামান মনির।

সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, শ্রমিক নেতা, জাসদ নেতা অ্যাডভোকেট মো. ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, অ্যাডভোকেট রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার ও আফরোজা হক রীনা।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image