
নিউজ ডেস্ক
চিকিৎসকের পরামর্শে রাতে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে রয়েছেন তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম।
বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে গেছেন। তিনি চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে ও মিসেস মহাসচিব রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
তিনি আরো জানান, আশা করি চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন মহাসচিব। এদিকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: