• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চুয়াডাঙ্গায় পিকআপ-ট্রাক সংঘর্ষে একজন নিহত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০৮ পিএম
পিকআপের হেলপার নিহত
ফাইল ছবি

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়  ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মনিরুল ইসলাম (৪০) নামের এক পিকআপের হেলপার নিহত হয়েছে। বুধবার ১ সেপ্টেম্বর সকালে আলমডাঙ্গা উপজেলার কুলপালা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলামর মেহেরপুর জেলার সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালু বোঝাই ট্রাক সকালে মেহেরপুরেরর দিকে যাচ্ছিল। ট্রাকটি কুলপালা বাজারে পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকআপ ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দিলে পিকআপের হেলপার মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং পিকআপের চালক পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ড্রাইভারের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ঢাকানিউজ২৪.কম / মিজানুর রহমান

আরো পড়ুন

banner image
banner image