• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢামেকে আন্দোলনে আহত ছাত্রদের পাশে সুপ্রিম কোর্টের আইনজীবীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম
ঢামেকে আন্দোলনে আহত ছাত্রদের পাশে সুপ্রিম কোর্টের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত গুলিবিদ্ধদের দেখতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারিয়া রহমানের নেতৃত্বে একটি দল। 

সোমবার (১২ আগস্ট) বিকেলে আইনজীবীরা হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে আহত ১৫ জনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেন। এরপর তারা আর্থিক সহায়তা প্রদান করেন।

মারিয়া রহমান বলেন, 'বিবেকের তাড়না থেকেই আমরা সামান্য সহায়তা করেছি। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

সুপ্রিম কোর্টের আইনজীবী শামীমা উল্লেখ করেন, 'এতো মানুষ গুলিবিদ্ধ অবস্থায় আছে তা জানতে পেরে আমরা দেখতে এসেছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি।'

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী মারিসা রহমান জানান, 'আমার বোন মারিয়া রহমান ও তার সহকর্মীদের উদ্যোগে এখানে এসেছি। আহত ছাত্র ও দিনমজুরদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।'

আইনজীবীদের এই সফরে আরও বেশ কয়েকজন সুপ্রিম কোর্টের সদস্য উপস্থিত ছিলেন।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image