
ষ্টাফ রিপোর্টার :
প্রাচি’র জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৬ মে (শনিবার) রাজধানীর একটি মিলনায়তনে সারা দেশ থেকে আসা সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে ০২ বছর মেয়াদী এ কমিটি গঠিত হয়। কবিরাজ সালেহ মুহাম্মদ আব্দুর রহমান কে সভাপতি এবং হাকীম কামরুজ্জামান ও কবিরাজ আব্দুল মতিন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাংগ জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
দেশজ ও চিরায়ত চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসকদের জীবনমান উন্নয়নে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ এর জাতীয় নির্বাহী কমিটি গঠন ও পরিচালনার নীতি নির্ধারনী এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রাচি’র জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, স্থায়ী কমিটির সদস্য- মোখলেছুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, প্রাচি (জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন) দেশজ ও চিরায়ত চিকিৎসার মাধ্যমে জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে। সংস্থাটি ৫ জুলাইকে জাতীয় আয়ুর্বেদ ও ইউনানী দিবস ঘোষণার সূচনা চিন্তা করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: