• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসলামপুরে বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫২ পিএম
ইসলামপুরে
বাল্য বিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বাল্য বিয়ে প্রতিরোধে শিশু ও যুবকদের ক্ষমতায়নে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পার্টিসিপেটরি অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় হলরুমে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

পারি সংস্থার  ইসলামপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান বাদল মিয়া। এছাড়াও প্রতিষ্ঠান সভাপতি ওয়াহেদুজ্জামান,সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী ফুলু,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ রশিদ,কৃ,ষকলীগ সহ সভাপতি ইয়াকুব আলী, শিক্ষক আজিজুর রহমান বিএসসি,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনে ইমপ্যাক্ট প্লাস গ্রুপ গঠনের মধ্য দিয়ে শিশুদের অধিকার,শিশুদের উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে নীতিমালা বিষয় অবগত করা হয়। এছাড়াও এলাকার বাল্য বিয়ে নিরসনে শিশুদের সহযোগীতা তৎপরতা বৃদ্ধি করা বিষয়ে উপস্থাপন, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও সমাজের উন্নয়নে শিশু-যুব অংশগ্রহণের ভবিষ্যত উদ্যোগী প্রকল্প সার্ভিস লার্নিং প্রকল্পের মাধ্যমে গরীব, প্রতিবন্ধী, এতিম শিশুদের ভাগ্য উন্নয়নের ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন আলোকপাত করা হয়।

এতে ইউনিয়নের জন প্রতিনিধি, ওয়াল্ড ভিশন ও পারি সংস্থার প্রতিনিধি,উপকারভোগীরা অংশ নেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image