• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কারমাইকেল কলেজের লাইব্রেরি ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৫ পিএম
লাইব্রেরি ভবন থেকে ধোঁয়া বেরোতে থাকে।
লাইব্রেরি ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক:  রংপুরে সরকারি কারমাইকেল কলেজের লাইব্রেরি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করেই লাইব্রেরি ভবন থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (রংপুর) এ কে এম শামসুজ্জোহা বলেন, আমরা সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাইব্রেরির বাইরের অংশেই ছিল, ভেতরে যেতে পারেনি।

কারমাইকেল কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার জাফরিন নাহার খন্দকার বলেন, দীর্ঘদিন করোনার কারণে লাইব্রেরি বন্ধ। এরই মধ্যে টানা বর্ষণে বাইরের দিকে থাকা একটি ইলেকট্রিক বোর্ডে আগুন লেগেছিলো। খুব বেশি গুরুতর না, তারপরও আমরা সতর্কতা হিসেবে এগুলো খতিয়ে দেখতে বলেছি।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image