• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নানা অজুহাতে দুই খুনিকে ফেরত দিচ্ছে না তারা : পররাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
নানা অজুহাতে দুই খুনিকে ফেরত দিচ্ছে না তারা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে দুই খুনির একজন কানাডায় আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তিনজনের অবস্থান জানা নেই বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। যা বেআইনি। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আমাদের জন্য দুঃখজনক।

মঙ্গলবার (১ আগষ্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, কানাডার সঙ্গে বহু আলাপ হয়েছে। আমরা কীভাবে বিচার করেছি, তারা জানতে চায়। আমরা জানিয়েছি, তাদের জন্য সব ধরনের পথ খোলা আছে, তারা এসে ক্ষমাও চাইতে পারে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের সবার নামে গাছ রোপণ করা হয়েছে। এখানে (ফরেন সার্ভিস একাডেমি) বঙ্গবন্ধুর অনেক স্মৃতি। এখানে থেকেছেন, অফিস করেছেন। সবকিছুকে নিয়ে জাদুঘর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 

ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image